নিজস্ব প্রতিবেদক: এক দফা দাবীতে রাজশাহীতে সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী, নার্সিং কলেজ শিক্ষার্থীদের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারন পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী, রাজশাহী নার্সিং কলেজ শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নার্সিং সংস্কার পরিষদ রাজশাহীর প্রধান সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজের মনিরুল হাসান, সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজের আকতারা বেগম ও শহিদুজ্জামান শাহীন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কামরুন নাহার, মুঃ খলিলুর রহমান ময়েজ উদ্দীন, মামুনুর রশিদ, সাদরুল ইসলাম, ফকরুল ইসলাম, শরিফুল ইসলাম, ইলিয়াস সরেন, সাইফুল ইসলাম, আজাদুজ্জামান, আব্দুর রহমান, আসমা খাতুন, আফসানা পারভীন, আরিফুল ইসলাম, মুক্তা জামান, রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালখন্দকার গোলাম হোসেন, রাজশাহী সিভিল সার্জন অফিসের আয়নাল হক, শিক্ষার্থী, পোস্ট বেসিক, রাজশাহী নার্সিং কলেজের সাইমুম আহম্মেদ, বেকার নার্স মুশফিকুর রহমান কানন, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল কাফী ও আফরোজ সুলতানা। এছাড়াও সিনিয়র-জুনিয়র নার্সসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটের শত শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।