নিজস্ব প্রতিবেদক: সংসদীয় আসন-৬(রাজশাহী-চাপাইনবাবগঞ্জ)এর দুইবারের সংসদ সদস্য শিক্ষাবিদ ও সাহিত্যিক লুৎফন নেসা মুস্তারী ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তিনি জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী, মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও গোদাগাড়ী কলেজের বাংলা বিষয়ে অধ্যাপিকা ছিলেন।
সাবেক এই সংসদ সদস্যর মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই মহিয়সী নারী বিএনপি’র একজন নিবেদিত প্রান ছিলেন। তিনি মহিলা দলকে সুসংগঠিত রাখতে সর্বদা সচেষ্ট থাকতেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তিনি আবারও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।