নিজস্ব প্রতিবেদক: স্বল্প মূল্যে এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে সেবার ব্রত নিয়ে য্রাতা করলো রিহ্যাব সাপোর্ট বাংলাদেশ (আর এস বি) নামে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। রাজশাহী মহানগরীর মাসকাটাদিঘী এলাকায় প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী, রাজশাহী কলেজ দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক মোসাম্মত শিরীন রহমান।
ফিতা কেটে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠান অত্র এলাকার জনগণসহ সকল শ্রেণী পেশার মানুষের উপকারে আসবে। তিনি জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান। সেইসাথে এর উদ্যোক্তাকে ধন্যবাদ জানান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান(এক্স) ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহীর একই বিভাগের বিভাগীয় প্রধান ও আর এস বি এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার সুজন আল হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো-মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মুহতারিমা তাবাসসুম নিপু, বরেন্দ্র বিশ^বিদ্যায়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শহীদুর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের জিওগ্রাফিক এন্ড ইনভার্নমেন্ট সায়েন্সেস বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক তাসনিম, নাজিরা রিদা, রাজশাহী বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার শামীম হোসেন চৌধুরী ও রাজশাহী মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া নুসরাত রিয়া। এছাড়াও ফিজিওফেরাপির সদস্য খালেস সাইফুল্লাহ ও নিশিতা আক্তারসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টাফ ও রোগিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাক্তার সুজন আল হাসান বলেন, প্রতি শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখানে রোগি দেখা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধি ও দুঃস্থ মায়েদের সম্পূর্ন বিনা মূল্যে চিকিৎসা সেবা ও পুনর্বাসন করা হবে। আর অন্যান্যদের অত্যন্ত স্বল্পমুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তিনি আরো বলেন, এখানে শুধু বাতব্যথা ও প্যারালাইসিস রোগিদের নয় হাটু ব্যথা, রগের টান, কোমর ব্যথা, হাত পায়ের গিড়া ব্যথা ও ফুলে যাওয়া, ঘাড়ে ব্যথা, মাংশপেশীর ব্যথা ও টান লাড়া, হাত-পা অবস, ও ঝিনছিন লাগা, পায়ের গোড়ালী ব্যথা, আঘাত জনিত ব্যথা, হাড়ের ক্ষয় জনিত রোগ, আর্থ্রাইটিস, মুখ বাকা হয়ে যাওয়া, স্ট্রোক ও স্টোক পরবর্তী স্নায়ু জনিত সমস্যা, নার্ভের সমস্য, মাথাব্যথা, মাথাঘোরা, প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন সমস্যাসহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।