নিজস্ব প্রতিবেদক: ‘শান্তির সংস্কৃতি গড়ে তুলি” এই স্লোগান বাস্তবায়নের লক্ষে রাজশাহীর পবায় মেনোনাইট সেন্ট্রাল কমিটির (এম.সি.সি) সহযোগীতায় ও মাসাউসের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৪ পালিত হয়। এই দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। এরমধ্যে তারা বর্ণাঢ্য র্যালি নিয়ে দামকুড়া হাট প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে ফিরে আসেন। এরপর কার্যালয়ের পাশের মাঠে অত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিনামূল্যে চক্ষু শিবির ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাসাউস এর নির্বাহী পনিরচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া হাট অধ্যাপক নজিবর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন সুলতানা, নবাই বটতলা ধর্মপল্লির সিস্টার সেলিন বারই ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।
এছাড়াও পিস প্রকল্পের সুপারভাইজার তরিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন ।
উপস্থিত বক্তারা বলেন, পরিবার থেকে শান্তির চর্চা করতে হবে। ধর্মীয় শাসন মানতে হবে এবং নৈতিকতার চর্চা করতে হবে। তাহলে সমাজ ও দেশ থেকে অশান্তি দ্রুত নিপাতিত হবে। তারা আরো বলেন, কোন ধর্মেই সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। রাশিয়া, ইউক্রেন, প্যালেস্টাইন ও ইসরাইলের যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে তারা বিশ^ নেতাদের দৃষ্টি আকর্ষন করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মাসাউস দীর্ঘদিন থেকে প্রকল্প এলাকায় বসবাসরত সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তারা সফল হয়েছেন। মাসাউস এর যেকোন কর্মসূচীতে অত্র এলাকার সকল ধর্মের মানুষ এক সাথে বসে কর্মসূচী পালন করেন ও মতামত দেন। আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা কামান করেন তিনি। বক্তব্য শেষে অতিথিবৃন্দ আগত জনগণের মধ্যে কাঁঠাল গাছের চারা বিতরণ করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।