নিজস্ব প্রতিবেদক: ‘সুস্থ্য দেহে সুন্দও মন’ এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর-২০২৪-২৫এর অংশ হিসেবে রাজশাহী ক্রীড়া অফিস রাজশাহীর আয়োজনে অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট(ভারপ্রাপ্ত) সরকার অসিম কুমার।
অনুষ্ঠানে রাজশাহী ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, ক্রীড়া সংস্থা রাজশাহী জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান ও সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষক এবং জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত সাতারু, এ গ্রেড কোচ ও ক্রীড়া সংগঠক আবু বকর হায়দার রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাঁতার প্রশিক্ষক আব্দুর রউফ রিপন ও আলমগীর সুইমিং ক্লাব এর সাঁতার প্রশিক্ষক আলমগীর হোসেন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বয়সের সাঁতারুরা ও অভিভাবকগণ।
প্রধান অতিথি বলেন, সাঁতারুদের দেখে শিক্ষা নেয়া প্রয়োজন। কারন সাঁতার কাটার সময় প্রতিটি অঙ্গ ও প্রত্যঙ্গ কাজ করে। এজন্য তারা অনেক শক্তিশালী ও রোগ মুক্ত হয়। তিনি বলেন, জীবন বাঁচাতে সাঁতার শেখা অত্যন্ত জরুরী। কারন পানিতে ডুবে প্রতি বছর দেশে এবং বিদেশে হাজার হাজার শিশু, কিশোর ও বয়স্করা মারা যায়। সুস্থ্য দেহ ও সুস্থ্য মন রাখতে হলে ব্যায়াম এর কোন বিকল্প নাই। যারা নিয়মিত ব্যায়াম করেন তারা অনেক রোগ-বালাই থেকে মুক্ত থাকেন।
তিনি আরো বলেন, মানুষ আয় করেন নিজের এবং তার পরিবার পরিজনের জন্য এবং ভবিষ্যতের কথা চিন্ত করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় নিয়মিত শরীর চর্চা না করার ফলে নানা রোগে আক্রান্ত হন। সে সময়ে তার অজিত টাকা দিয়ে ভাল কিছুই আর তার পক্ষে খাওয়া সম্ভব হয়না। এজন্য তিনি সবাইকে নিয়মিত ব্যায়াম ও সাঁতার কাটার আহ্বান জানান। বক্তব্য শেষে দশটি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী সাঁতারুদের মধ্যে পুরস্কার এবং অতিথিদের মধ্যে জার্সি বিতরণ করেন।