নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ, মহানগর তাঁতী দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আগামী মাসে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব সারদ্বীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে নির্বিঘ্নে করতে পারে সেজন্য বিএনপি’র পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আওয়ামী প্রেতাত্তা যেন কোনভাবেই এই উৎসবকে ম্লান করে দিতে না পারে সেদিকে কঠোর নজরদারী রাখার আহ্বান জানান তিনি। সেইসাথে বিএনপিকে আরো শক্তিশালী ও আগামীতে নির্বাচনমুখী করে গড়ে তোলার জন্য সবাইকে সকল প্রকার সন্ত্রাসী ও জবর দখলেরমহ জঘন্ন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।