নিজস্ব প্রতিবেদক: কারিতাস আলোকিত শিশু প্রকল্পের মানব পাচার,বাল্যবিবাহ, মাদকদ্রব্য ব্যবহার ও তার কুফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় ভদ্রা পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত কারিতাস রাজশাহী অঞ্চল আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের এর আয়োজনে ড্রপ ইন সেন্টারে এই সেমিনার করা হয়।
সেমিনারের মাধ্যমে মানব পাচার কি? পাচারকারীরদের লক্ষ্য কারা, কি কি উদ্দেশ্যে পাচারকৃত নারী ও শিশুকে ব্যবহার করা হয়, সংগ্রহের স্থান, কি কি কৌশলে পাচারকৃত নারী ও শিশু সংগ্রহ করা হয়, কোন পথে নারী ও শিশুকে পাচার করা হয়, কি কি কারণে নারী ও শিশুরা পাচারকারীদের খপ্পরে পড়ে, পাচারের পরিণতি, পাচার প্রতিরোধে করণীয় ও ভূমিকা বিষয় উপস্থাপন করেন, আলোকিত শিশু প্রকল্প কর্মসূচি কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা।
এছাড়াও বাল্যবিবাহ কাকে বলে ? বাল্য বিবাহের কুফলসমূহ, মাদক, মাদক ব্যবহারে প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা সমূহ তুলে ধরেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। এদিকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী উপপরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, মাদক কি? মাদকাসক্ত কাদেরকে কলে, মাদকদ্রব্য ব্যবহারের কুফল সমূহ, মাদক ব্যবহারে প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকাসমূহ তুলে ধরেন। সেইসাথে উপস্থিত জনগণকে মাদক বিষয়ক ভিডিও ক্লিপ প্রদর্শণ করেন। পরে আলোকিত শিশু প্রকল্পের ডি আই সি পরিদশন করেন এবং পথশিশুদের জন্য ১২৪ টি জ্যামিতি বক্স ও ১০০টি কলম, ১টি স্ট্যান্ড বিলবোর্ড সহ ৫০টি ব্রুশিয়ার প্রদান করেন। সভা পরিচালনায় ছিলেন আলোকিত শিশু প্রকল্পের মাঠকর্মকর্তা আকতারুজ্জামান। সেমিনারে মোট অংশগ্রহণকারী ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন।