নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই আশি^নের এই তাপদাহে প্রাণীকুল অতিষ্ট হয়ে উঠেছে। প্রচন্ড গরমে সব থেকে বেশী বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। এই খেটে খাওয়া মানুষ গুলোর তৃষ্ণা মেটানোর জন্য রাজশাহী মহানগর যুবদলের অন্তর্গত কাশিয়াডাঙ্গা যুবদলের আয়োজনে শরবত বিতরণ করা হয়। শরবত বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এছাড়াও কাশিয়াডাঙ্গা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অন্যান্য নেতাদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তৃষ্ণার্ন্ত মানুষদের শরবত পান করান।
এসময়ে প্রধান অতিথি বলেন, এই গরমে মানুষসহ সকল প্রাণীকুল অতিষ্ট হয়ে উঠেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদুর লন্ডনে থেকে এদেশের মানুষের কথা ভাবেন। তাঁরই নির্দেশনায় এই কর্মসূচী তারা পালন করে চলেছেন বলে জানান রবি। তিনি আরো বলেন, রাজশাহী হড়গ্রাম কাঁচাবাজারে দরপত্রের থেকে তিনগুণ বেশী খাজনা আদায় করছে সেখানকার ইজাদারের লোকজন। বেশী খাজনা প্রদান না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি। সেইসাথে পুলিশকে জানোর জন ব্যবসায়ীদের পরামর্শ দেন রবি।