নিজস্ব প্রতিবেদক: সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টায় বিভাগে তালা ঝুলিয়ে দেন তারা। পরে বিভাগের সামনে অবস্থান নিয়ে চার দফা নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, তারা আজকের মধ্যেই পরীক্ষার তারিখ চান। আর কোনো সময় দিতে রাজি না। আর পূঁজার ছুটির আগেই পরীক্ষা শেষ হওয়া চাই। তাদের পরবর্তী সেমিস্টারগুলো চার মাসে শেষ করতে হবে এবং সেই অনুযায়ী ২-১ দিনের মধ্যে রুটিন তৈরি করতে হবে।
মাস্টার্সের শিক্ষার্থী শেখ ফাহিম আহমেদ বলেন, তারা আর চান না ছোট ভাই-বোনেরা আর তাদের মতো সেশন জোটের মতো মানসিক যন্ত্রণায় থাকুক। কতটা ধীরগতি হলে একটা সেমিস্টার শেষ করতে ১২ মাস লেগে যায়। তারা চার দফা দাবিতে এখানে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- চার মাসে সেমিস্টার শেষ করতে হবে, পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ দিতে হবে, বিভাগের অধ্যাপক মোশতাক আহমেদের অপসারণ করতে হবে, এক বছরে যেন তিন সেমিস্টার শেষ হয় সেটা নিশ্চিত করতে হবে।