নিজস্ব প্রতিবেদক: চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্প , ফেইজ-২ এর আওতায় সমাজ ভিক্তিক শিশু সুরক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাসিক এর ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক জোন-৩ সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সেবুন নেসা। সমাজ সেবা অফিসের প্রতিনিধি শফি মাহমুদ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন আনসার ভিডিপি ওয়ার্ড দলনেত্রী মনি খাতুনসহ অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিশু সুরক্ষিত রাখা সকল অভিভাবকের দায়িত্ব। সেইসাথে জন প্রতিনিধির গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন তিনি।