নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর বিজ্ঞ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর-২০২৪) ভোর পৌনে ৬টায় পরলোকগমন করেন। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এর মৃত্যুতে বেলা সাড়ে ১১ ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অত্র বার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম ও সাধারণ সম্পাদক জমসেদ আলী সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় মৃত্যুবরণকারী আইনজীবীর কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এবং রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম। সেইসাথে আইনজীবীর বিদেহী আত্মার শান্তি কামনায় গীতা পাঠ করা হয়। গীতা পাঠ করেন সিনিয়র আইনজীবী মোহন কুমার সাহা। পরবর্তীতে দুপুর সাড়ে ১২ টার সময় অত্র বার এসোসিয়েশনের ১নং বারের হলঘরে বার এসোসিয়েশনের সম্মানিত সভাপতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঐ আইনজীবীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অত্র বার এসোসিয়েশন এর সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এডভোকেট একরামুল হক (বার কাউন্সিল সদস্য), এডভোকেট সাজেমান আলী ও এডভোকেট আবু মোত্তালিব সহ অন্যান্য আইনজীবীগণ। বক্তাগণ বলেন, আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সৎ ও দক্ষ আইনজীবী এবং একজন ভালো মানুষ ছিলেন। সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় গীতা পাঠ করা হয়।