নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সকল আউটসোসিং কর্মচারীদের নিয়োগ বৈষম্য বিরোধী (ডিজিটাল দাস প্রথা থেকে মুক্তির) এক দফা দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মরত সকল কর্মচারীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন ও সংবাদ সমেম্মলন করা হয়। কর্মসূচী থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং ও দৈনিক মজুরী ভিত্তিক কর্মরত সকল কর্মচারীগণের ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী বয়স শিথিল করে তাদের স্ব স্ব পদে চাকরী স্থায়ীকরণ করার দাবী জানান।
মানববন্ধন উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনোদপুর শাখার নিরাপত্তা প্রহরী হুমায়ুন কবীর জিয়া, পঞ্চগড় শাখার নিরাপত্তা প্রহরী রবিউল ইসলাম, মদা শাখা পঞ্চগড়ের নিরাপত্তা প্রহরী রাসেল, লিটন কুমার শাহা- রাজশাহী প্রধান কার্যালয়ের অফিস সহায়ক মোজাম্মেল হক, সদস্য জিন্না ইসলাম, শফিকুল ইসলাম ও আশিক রনিসহ আরো অনেকে। এরপর তারা কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে তারা দাবী করেন চাকুরী স্থয়ীকরণ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বয়স শিথিলপূর্বক চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রেরণ, অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১৮.১২.২০১৯ তারিখের সার্কুলার নং-০৭.১১১.০৩১.০১.০০.০০৫.২০১০-৫৩৩ এর বেতন কাঠামো অনুসারে (বকেয়া বিলসহ) বেতন প্রদান, দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের অন্যান্য ব্যাংক (সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও প্রবাসী কল্যাণ ব্যাংক এর ন্যায় বেতন কাঠামো প্রধান কার্যালয়সহ সকল জোন ও শাখাসমূহে কর্মরত সকল কর্মচারীদের বকেয়া বিলসহ বেতন প্রদান, অতিরিক্ত সময়ে কাজ করানোর জন্য বাংলাদেশ ব্যাংক এর ন্যায় ওভার টাইম প্রদানসহ সকল কর্মচারীকে বিধি অনুসারে নৈমিত্তিক ছুটি প্রদান, কথায় কথায় চাকুরি নাই এ প্রথা বাতিল করে চাকুরির নিশ্চয়তা প্রদান, বাংলাদেশ ব্যাংকে কর্মরত আউটসোর্সিং ও দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের যে সকল সুযোগ-সুবিধা প্রদান করা হয় তা রাকাব-এ নিয়োজিত কর্মচারীদেরও তা প্রদান করার দাবী জনান।