নিজস্ব প্রতিবেদক: ইয়ামিন(১৫) নামে রাজশাহী মসজিদ মিশন একাডেমির নবম শ্রেণির এক ছাত্র পুকুরের পানিতে ডুবে ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। বুধবার ইয়ামিন হাজী মোহাম্মদ মহসিন স্কুলের পাশের পকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বিকেল সাড়ে ৪টায় দিকে মৃত ঘোষণা করেন।
ইয়ামিন এর পিতার নাম ইকবাল হোসেন, তিনি জুট মিলে কর্মরত আছেন। তবে ইয়ামিনরা নগরীর বোয়ালিয়া থানার দেবিসিং পাড়ার ভাড়া বাসায় থাকতেন। তবে তাদের নিজ বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।