রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী ওয়াসা’র নির্বাচনে সভাপতি সফিকুল,সাধারণ সম্পাদক ইকবাল বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ খেলাধুলার মাধ্যমে মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখা সম্ভব:মিলন রাজশাহী মহানগর যুবদলের ১৩নং ওয়ার্ডের কর্মী সভা চারঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুস সালামের স্মরণ সভা ও দোয়া মাহফিল নওহাটা গ্রীন অটোব্রিকস এর চুক্তিভিত্তিক ৪০ শতাংশ মালিকানা পরিবর্তন ও আনুষ্ঠানিক উদ্বোধন কোকোর মৃত্যুবার্ষিকীতে লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির খাবার ও কম্বল বিতরণ রাজশাহীতে মাসব্যাপি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাড়িতে হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন পবায় একটি ভিডিও ভাইরাল হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

পবার নওহাটায় পুকুরে ভাসমান অবস্থায় নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

  • প্রকাশ সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় নিখোঁজ এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪৫)। তিনি পবার ঐ গ্রামেরই অধিবাসী। আর তার বাড়ি থেকে কিছুটা দূরেই সেই পুকুর। বুধবার সকালে দুলালের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে। দুপুরে মধ্যেই ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর কথা জানিয়েছিলেন পুলিশ। এদিকে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশ বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। ঐ বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। তারা আসার পর মরদেহটি পুকুরের পানি থেকে তুলে সুরতহাল করা হয়। তবে আলামত সংগ্রহসহ আরও কিছু কাজ আছে। সব প্রক্রিয়া শেষ হলে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি দুপুরের মধ্যেই মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, দুলাল হোসেন পেশায় একজন কৃষক। মঙ্গলবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাই ঘটনাটি রহস্যজনক। তাই পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin