নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় নিখোঁজ এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪৫)। তিনি পবার ঐ গ্রামেরই অধিবাসী। আর তার বাড়ি থেকে কিছুটা দূরেই সেই পুকুর। বুধবার সকালে দুলালের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে। দুপুরে মধ্যেই ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর কথা জানিয়েছিলেন পুলিশ। এদিকে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশ বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। ঐ বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। তারা আসার পর মরদেহটি পুকুরের পানি থেকে তুলে সুরতহাল করা হয়। তবে আলামত সংগ্রহসহ আরও কিছু কাজ আছে। সব প্রক্রিয়া শেষ হলে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি দুপুরের মধ্যেই মর্গে পাঠানো হবে।
ওসি আরও বলেন, দুলাল হোসেন পেশায় একজন কৃষক। মঙ্গলবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাই ঘটনাটি রহস্যজনক। তাই পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।