নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দাবা ও কাবাডির চুড়ান্ত প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪/২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস রাজশাহীর আয়োজনে রাজশাহীর জেলা ক্রীড়া সংস্থার মাঠে এবং ক্রীড়া সংস্থার হলরুমে এই কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহাবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ রাজশাহীর অধ্যক্ষ, আব্দুল্লাহ আল মাহামুদ সালাম প্রিন্স। এছাড়াও কাবাডি ও দাবা ফেডারেশনের সকল কর্মকর্তা-কর্মচারী, খেলোয়ার ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
দাবা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ১৬ জন ছেলে এবং কাবাডি প্রতিযোগিতায় ৪০ জন বালিকা অংশগ্রহণ করেন। কাবাডি প্রতিযোগিতায় শিরোইল কলোনীর বালিকারা ১৬-০৮ পয়েন্টে মাল্দা কলোনিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে দাবা একক ইভেন্টে আশরাফুল ইসলাম প্রথম এবং তৌফিক আল শাহরিয়ার দ্বিতীয় হাওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতা শেষে সকল খেলোয়াড়দের মাঝে জার্সি ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।