নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন(ইন্না—রাজিউন)। মঙ্গলবার রাত্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রুহুল আমিন গাজী কিডনী সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়।
বুধবার বাদ যোহর জাতীয় প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটিতে নামাজে জানাযা শেষে শাজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা রফিক আলম, সংস্থার আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে মোহিব্বুল আরেফিন মিয়া ও আমিনুল ইসলাম বনি।
সংস্থার নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি যথাক্রমে দৈনিক সংগ্রাম পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার সরদার আব্দুর রহমান, ডা. নাজিব ওয়াদুদ, মোহাম্মদ জুলফিকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সিনিয়র সদস্য রেজাউল করিম রাজু, বর্তমান সভাপতি রফিক আলম, সিনিয়র সহ-সভাপতি এস.এইচ.এম তরিকুল, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সাহিত্য সম্পাদক ওমর ফারুক, সাধারণ সদস্য ড. সাদিকুল ইসলাম স্বপন ও রেজাউল মহিম তপন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বি-বার্ষিকী নির্বাচনে নিরংকুশ জয়ে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী।