নিজস্ব প্রতিবেদন: নিউজপোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের বগুড়া শাখা অফিসের উদ্বোধন করা হয়। গতকাল বিকেল ৫ টার সময় বগুড়া জেলার সোনাতলা উপজেলায় উত্তরবঙ্গ প্রতিদিনের এই শাখা অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রতিদিনের সম্পাদক ও রাজশাহী পদ্মা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম.এ.হাবীব জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বগুড়া জেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খিজির হায়াত মুসা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রতিদিনের বার্তা সম্পাদক রমজান আলী, বিভাগীয় ম্যানেজার আমিনুল ইসলাম আনোয়ার, সহকারী বিজ্ঞাপন ম্যানেজার আলাল হোসেন ও রাজশাহী জেলা প্রতিনিধি দ্বীন মোহাম্মদ রকি ও রাজশাহী মহানগর প্রতিনিধি তন্ময় দেবনাথ ও বগুড়া জেলা প্রতিনিধি স্বাধীন মিয়াসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডিএমসিএ সার্টিফাইড প্রাপ্ত নিউজপোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিন বাংলাদেশের অনেকগুলো নিউজপোর্টালের মধ্যে অনেক পুরাতন একটি নিউজপোর্টাল। কাঁরোও তাঁবেদারি না করার প্রত্যয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকাটি পাঠকরা সাদরে গ্রহণ করেছেন। এই পত্রিকাটি বিশেষত অনুসন্ধানীমুলক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনে সূধীমহলে প্রশংসা অর্জন করেছে। তবে তাদের মতো চেষ্টা করে যাচ্ছেন। পাঠকের আগ্রহ-উৎসাহকে প্রাধান্য দিয়ে তাদের প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে পত্রিকাটিকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
শেষে আমরা উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার সম্পাদকসহ সকল কলাকৌসুলিদের সুস্থতা কামনা করে উত্তরবঙ্গ প্রতিদিনের সার্বিক সমৃদ্ধি ও শুভকামনা করেন।