নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির মাহলে জাতিসত্তার জিতিয়া পার্বন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল দিনব্যাপি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া হাট সংলগ্ন মাসাউস এর কার্যালয়ে মাহলে ল্যাংগুয়েজ এন্ড ডেভেপমেন্ট কমিটি ও মাসাউস আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে র্যালি, পুজা পার্বন ও পিঠা বিতরণ করা হয়। এরপর মাহলে ল্যাংগুয়েজ এন্ড ডেভেপমেন্ট কমিটি সভাপতি ও মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন নবাই বটতলা ধর্মপল্লির সিষ্টার সেলিন বারইসহ ক্ষুদ্র নৃগোষ্ঠির মহলে সম্প্রদায়সহ অন্যান্য সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পূজা অর্চনা পরিচালনা করেন জিতিয়া ঠাকুর সিষ্টি বারে।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নিজেদের সংস্কৃতি নিজেদেরই রক্ষা করতে হবে। অন্যের উপর নির্ভশীল হলে সময়ের বিবর্তনে সংস্কৃতি হারিয়ে যাবে। যেহেতু মাহলে সম্প্রদায়ের এটা অনেক বড় একটি উৎসব। এই উৎসবটি যথাযথভাবে পালণ করার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান তিনি। উপস্থিত অতিথিবৃন্দ আদিবাসীদের জিতিয়া এবং এর তাৎপর্য সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠির হারানো সংস্কৃতি পুণরুদ্ধার ও চর্চা করার বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা শেসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাহলে সম্প্রদায়ের ছেলে মেয়েরা বিভিন্ন ধরনে নৃত্য ও সংগীত পরিবেশন করেন।