শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ’র মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ রাজশাহী অঞ্চল ও জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমন এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার বিকেলে রাজশাহী নগর ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ডিএ্যাব এর সভাপতি সহিদুল আলম টিপু, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ গাওহারুল ইসলাম, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ আব্দুস সালাম শেখ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মওদুদ ইসলাম শিশিরসহ বিভিন্ন উপজেলা পর্য়ায়ের নেতৃবৃন্দ ও উপসহকারী কৃষি অফিসারগণ।

বক্তারা বলেন, প্রতিটি উপসহকারী কৃষি অফিসারগণ রোদ বৃষ্টি মাথায় নিয়ে কৃষকের সাথে মাঠে থেকে কাজ করেন। তাঁরা কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের পরমর্শে আজ দেশ কৃষিতে সয়ংসম্পূর্ন হয়েছে। অথচ কিছু সন্ত্রাসী তাদেরকে ছাড় দিচ্ছেনা। তারা মারপিট করে রক্তাক্ত করছে। এমনকি নারী কর্মীগণও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। এই সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবী জানান তাঁরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin