নিজস্ব প্রতিবেদক: ছাত্র-গণঅভ্যুত্থানের অঙ্গীকার-এই রাষ্ট্রের সংস্কার এই স্লোগানে সংবিধান সংস্কার কেন, কিভাবে এবিষয়ে সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে সভায় এ বিষয়ে একক বক্তব্যে সংবিধান সংস্কার কেন, কিভাবে বিষয়ে উপরে বিশদ আলোকপাত করেন সংবিধান বিশেষজ্ঞ সুপ্রীমকোর্টের আইনজীবী ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও লেখক,সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক এডভোকেট হোসেন আলী পিয়ারা, রাজনৈতিক সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা।