নিজস্ব প্রতিবেদক: ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে রোববার বিশ^ হার্ট দিবস-২০২৪ তিবন পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় র্যালি করা হয়। অতিথি, হার্ট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, ও ওষুধ কোম্পানীর প্রতিনিধেদের সমন্বয়ে রাজশাহীর লক্ষ্মীপুর বাকীর মোড় হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে তারা র্যলি বের করে সিটি বাইপাসসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় হার্ট ফাউন্ডেশনের সামনে এসে শেষ করেন তারা।
র্যালি শেষে সেমিনার ও আলোচনা সভা এবং বিনামূল্যে হার্ট ক্যাম্প এর আয়োজন করা হয়। রাজশাহী ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট, অধ্যাপক ডা. রইছউদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ওনয় উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. এ. এস এম সায়েম, ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রফেসর ডা. আবুবকর সিদ্দিক, এনামুল হক, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, খন্দকার মিজানুর রহমান খোকন, এ.কে মাসুদ, মনোয়ার হোসেন (সেলিম) সহ আজীবন সদস্য ও ফাউন্ডেশনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হৃদরোগ চিকিৎসা সেবায় চিকিৎসকবৃন্দকে অধিকতর যত্নশীল হতে হবে। উল্লেখ করেন, হৃদপিণ্ড দেহের মূল চালিকা শক্তি। তাই হৃদপিণ্ডকে সুস্থ ও কার্যকর রাখতে জন পরিসওে চিকিৎসার পাশাপাশি হৃদরোগ প্রতিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিও বিকল্প নাই।
স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহী এর সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমান। সেমিনার উপস্থাপন করেন ডা. মোল্লা ইফতেখার হোসেন। হার্টক্যাম্পে মোট ১০৫জন হৃদরোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।