নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সংস্থার সদস্য প্রাপ্তির জন্য জমাকৃত ৯০টি আবেদনের মধ্যে ৭৫টি যাচাই বাছাই করে নির্ভূল হওয়ায় ৭৫জনকে সদস্য পদ প্রদান করা হয়। বাকি ১৫টি আবেদনের ত্রুটি সংশোধন করে ১ অক্টোবর মঙ্গলবার রাত্রী ৯টার মধ্যে বাছাই কমিটির নিকট জমা প্রদানের অনুরোধ জানানো হলো।
সংস্থার রাজশাহী বিভাগীয় শাখা, জেলা শাখা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে জরুরী সাধারণ সভা আগামী ২ অক্টোবর বুধবার সকাল ১০টায় নগরীর উপশহরস্থ বাংলাদেশ সাংবাদিক সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জরুরী সাধারণ সভায় সকলের উপস্থিতি কামনা করেন করা হয়েছে।