নিজস্ব প্রতিবেদক: ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ^ব্যাপি প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে রাজশাহীর গোদাগাড়ীতে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। করিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে রাজাবাড়ীহাট প্রাঙ্গনে এ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে র্যালি করা হয়। র্যালি নিয়ে তারা রাজাবাড়ী হাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে ফিরে আসেন।
র্যালি শেষে গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি আমানুল্লাহ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাইবটতলা মিশনের পালপুরোহিত ফাদার স্বপন পিউরিফিকেশন, কারিতাস রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা আগষ্টিন রাতিয়া নুনিয়া, দেওপাড়া ইউপি সদস্য প্রদীপ এক্কা ও দেওপাড়া ইউনিয়ন ফোরাম কমিটির সভাপতি প্রফুল্ল ডমিনিক মারান্ডি। এছাড়াও কারিতাস গোদাগাড়ী উপজেলা এসডিডিবি প্রকল্পের এনিমেটর সিতারাম সরেন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বলেন, প্রবীনরাই এক সময়ে শিশু ছিলেন। সেখান থেকে সৃষ্টিকর্তার নির্দেশনায় ও নিয়ামানুযায়ী তাঁরাই আজ প্রবীনে পরিণত হয়েছেন। তাঁরা যৌবনে আমাদের পৃথিবীতে নিয়ে এসেছেন। লালন পালন করে বড় করে তুলেছেন। অথচ তাদেরকে আমরা অনেকভাবে অবহেলা করছি। বৃদ্ধাশ্রমে রেখে আসছি। সংসারের বোঝা মনে করছি। সঠিকভাবে পরিচর্যা করছি না।
তারা আরো বলেন, আজ আমরা যারা যৌবনে আছি তারাও একদিন প্রবীনদের মত হবো। সে সময়ে আজকের কৃতফল আমরাও আমাদের সন্তানদের নিকট পাবো। এজন্য প্রবীনদের কোন অবহেলা নয়। তাদের সম্মান করতে হবে। ভাল বাসতে হবে। তাদের কোনভাবেই কষ্ট দেয়া যাবেনা বলে উল্লেখ করেন। সেইসাথে সন্তানদের বাবা-মা সহ পরিবারের অন্যান্য প্রবীন ব্যক্তিদের যথাযথভাবে দেখভাল করার আহ্বান জানান বক্তারা।