মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ’র একদফা দাবীতে কর্মবিরতি পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল সহ সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। যেখানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং সেই পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে কর্মসূচি পালন করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

মঙ্গলবার সকাল ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজের জরুরী বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা, কর্মরত নার্সসহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। এ সময় ‘দাবি মোদের একটাই, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’, নানা রকম স্লোগান দেন আন্দোলনরত সকলে।
এ সময় বক্তারা বলেন, নার্সিং সেক্টরে কোন রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। এমন প্রশাসনের অধীনস্থ হয়ে তারা কাজ করতে চান না। তাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন। তারা আরও বলেন, ২০১৬ সাল থেকে তাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে। যা কোন ভাবেই কাম্য নয়। নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে বলে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, কোনভাবেই তারা আর দাসত্ব চান না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চান। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের নিকট তাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সাথে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

প্রসঙ্গত, এই কর্মসূচির ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেলাল রেখে ইমারজেন্সি রেসপন্স টিম রাখা হয়েছে। যারা পালা ক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin