নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির নয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এটা একটি অরাজনৈতিক ব্যবসায়ীক কমিটি। এই কমিটিতে দলমত নির্বিশেষে কার্যকরী কমিটি এবং বাজার ব্যবসায়ী সমিতিতে আছেন। অত্র কমিটির সবাই একসাথে সবার স্বার্থ রক্ষা এবং ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবেন বলে আশাব্যাক্ত করেন তিনি।
উল্লেখ্য চলতি বছরের গত সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ রোববার ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে পূর্বের কমিটির সাধারণ এনামুল হকসহ পূর্বের কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বাজারের সকল ব্যবসায়ীদের সর্বোসম্মতিতে তিন বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়। এর আগে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে আব্দুস সাত্তারকে সভাপতি, বিপ্লব রহমান নাইমকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম রতনকে সাংগঠনিক সম্পাদক করে এই নয়া এই নয়া কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম শিপুল ও মফিজুর রহমান (মফি), সহ-সাধারণ সম্পাদক জানে আলম (সুমন), কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম শিমুল, প্রচার সম্পাদক রিমন আলী, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাইফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুল আজম (পাপ্পু), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহেবুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. মোতাহার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক ডা. মৌসুমী খাতুন।
এছাড়াও কার্য নির্বাহী সদস্যরা হলেন, মিজানুর রহমান, শফিউল ইসলাম বাবু, মুকুল হোসেন, সিরাজুল ইসলাম (কালু), তসিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহদত হোসেন, মতিউর রহান মিলন, সিরাজুল ইসলাম, আহসান হাবিব হাসান ও সিটু।
এছাড়াও রাজশাহী ইলেক্ট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রব্বানী ও রাজশাহী সমন্বয় পরিষদের সভাপতি সেকেন্দার আলী এই নয়া কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।