নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবৈধ সদ্য নিয়োগ বাতিল ও নিয়োগ নিয়ে বাণিজ্যকারী অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানসহ তাঁর সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগের দাবীতে লক্ষ্মীপুর বাকীর মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আবু রায়হান রুবেল, ফকরুল ইসলাম, রোকুনুল ইসলাম, সুমন, ফেরদৌসী, হেদায়েতুল ইসলাম তারিফ, কামাল হোসেন ও নিরব খান তারেকসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।
তারা বলেন, এই হার্ট ফাইন্ডেশন নিয়ে দীর্ঘদিন থেকে নোংরা খেলা চলছে। এখানে চিকিৎসার নামে প্রাইভেট প্র্যাক্টিস করা হয়। ডাক্তার অন্যান্য চেম্বারের ন্যায় ৮০০ থেকে ১০০০টাকা ফি নেন। এছাড়াও এখানে প্যাথলজিক্যাল টেস্ট এর মূল্যও বেশী ধরা হয় বলে অভিযোগ করেন। তারা আরো বলেন, সদস্য এখানে বেশ কিছু পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ সঠিকভাবে হয়নি। কিছু লোকের নিদের্শনা ও লিস্ট অনুযায়ী অবৈধ অর্থেও বিনিময়ে এই নিয়োগ দেয়া হয়েছ বলে তারা উল্লেখ করেন। তারা এই অবৈধ নিয়োগ দ্রুত বাতিল ও চিকিৎসা ফি কমিয়ে ৫০০টাকা করারও দাবী জানান। দাবী না মানলে আগামীতে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তারা।
এ নিয়ে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, তিনি এই ফাউন্ডেমনে আসার পরথেকে এর আমুল পরিবর্তন করেছেন। তিনি অনেক কাজ করেছেন। এছাড়াও সদ্য নিয়োগ তিনি স্বচ্ছতার সাথে করেছেন। এখানে নিয়োগ বোর্ড কাজ করেছেন। আর কারো দেয়া প্রার্থীকে তিনি নেননি। রিতিমত নিয়ামানুযায়ী নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। কোন প্রকার দূর্নীতি করা হয়নি। আর যদি সবাই চায় তাহলে তাঁর এখান থেকে পদত্যাগ করতেও দ্বিধা নাই। তবে মিথ্যা অভিযোগ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সাধারণ সম্পাদক।