নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় দুইদিনব্যাপি ঐতিহ্যবাহী মিনি ফুটবল টুর্নামেন্ট শনিবার শেষ হয়েছে। শেষ দিনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’ সাবেক সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, খেলাধুলার মাধ্যমে দ্রুত পরিচিতি লাভ করা যায়। এছাড়াও মাদক থকে বিরত রাখতে ক্রীড়ার কোন বিকল্প নাই। যারা ক্রীড়ার সঙ্গে জড়িত তারা কখনো মাদকে আসক্ত হয়না। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধামন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া প্রেমিক ও সংগঠক ছিলেন। তিনি ক্রীড়ার উন্নয়ন অনেক কাজ করে গেছেন।
মিলন আরো বলেন, ফুটবল হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। এই খেলার জৌলুস কালের বিবর্তনে অনেক ভাটা পড়েছে। অথচ এক থেকে দেড়যুগ পূর্বেও এই খেলা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হতো। মানুষ বিকেল হলেই মাঠে চলে যেত খেলা দেখতে। ফুটবলের হারনো জৌলুসকে ফিরিয়ে আনতে বেশী বেশী টুর্ণামেন্ট এর আয়োজন এবং সরকারীভাবে পৃষ্ঠোপোষকতা করার আহ্বান জানান তিনি। সেইসাথে এই ধরনের টুর্ণামেন্ট আয়োজনে তাঁর সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।
সিন্দুর কুসুম্বী নামোপাড়া ক্রীড়া যুব সংঘের আয়োজনে সিন্দুর কুসুম্বী নামোপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্ণামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নওহাটা পৌরসভার কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ¦ শেখ মকবুল হোসেন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, আয়োজক ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য, শিক্ষক, ছাত্র ও গণ্যমাণ্যব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।