নিজস্ব প্রতিবেদক: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। শনিবার ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’- প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচীর মধ্যেছিল র্যালি, শোবাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গুণি শিক্ষক সম্মাননা।
পবা উপজেলা: শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। এর আগে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন বলেন, ‘শিক্ষকতা একটি অনন্যসাধারণ মর্যাদাপূর্ণ পেশা। এটি শুধু পেশা নয় বরং তার চেয়েও বেশি কিছু। এখনো আমাদের সমাজের সব পেশার মানুষ শিক্ষকদেরকেই বেশি ভক্তি ও শ্রদ্ধা করে থাকেন। মা-বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের। সমাজ ও দক্ষ মানব সমাজের বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। সকল পেশার জননী শিক্ষকেরা সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর।
শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা সৃষ্টি এবং নিজস্ব সৃজনশীলতা তৈরীতে উদ্বুদ্ধ করে থাকেন। যার ফলে শিক্ষার্থী সুনাগরিক হয়ে গড়ে ওঠে। সমাজ ও দেশের প্রতি তারা দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হয় থাকে। এইসব কৃতিত্বের বিচারে শিক্ষকের গুরুত্ব অনস্বীকার্য।শিক্ষক হচ্ছেন একজন শিক্ষার্থীর বন্ধু, সঠিক পথপ্রদর্শক এবং জীবনবোধ তৈরির দার্শনিক। তাঁদের সম্মানার্থে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে।’
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন। নওহাটা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিরিন আক্তার এলিচ, হাট রামচন্দ্রপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, খিরসিন মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাসুম আলম, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, সারাংপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, বশিরাবাদ আলিম মাদ্রাসার সুপার মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ্রী গোপাল মিত্র, রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান ও তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী। পরে অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে তিনজনকে সম্মাননা পত্র ও ক্রেষ্ট দেয়া হয়।
রুয়েট: শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. ইদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন করেন- রুয়েটের সাবেক উপাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রোকনুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. ফারুক হোসেন, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল আহমেদ, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২২ সিরিজের শিক্ষার্থী তৌহিদ আহমেদ জিহাদ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ সহ প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
গোদাগাড়ী: শনিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার উপজেলা শিক্ষক শিক্ষিকারা এক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে পুন:রায় উপজেলা চত্ত্বরে এসে শেষ করেন।
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহয়োগিতায় বিশ্ব শিক্ষক দিবস, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রেমতুলি দাখিল মাদরাসার শিক্ষক গাজী উদ্দীন, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুলতানা রাজিয়া, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমান, ললিতনগর ভুষনা দাখিল মাদরাসার সুপার মাহবুবুল আলম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান, গোদাগাড়ী মহিলা কলেজের সহকারি অধ্যাপক আসফাক আলী, শাহসুলতান কামিল মাদরাসার অধ্যক্ষ হায়াত আলী, গোদাগাড়ী সরকারি কলেজের অক্ষধ্য মাসুদ আলম সিদ্দিকী, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাও. দুরুল হোদা।
অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত তার বক্তব্য বলেন আগে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে ঘুষ বাণিজ্য হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য হলেও কোন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়নি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপত্বির দায়িত্ব পালন করলেও আমি শিক্ষার উন্নয়নে শিক্ষকদের সাথে থেকে কাজ করতে চাই। কোন শিক্ষকের কোন সমস্যা হলে সরাসরি আমার সাথে কথা বলবেন। সকল শিক্ষকের জন্য আমার দোয়ার সব সময় খোলা।
শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার অনিয়ম হবে না। কোন শিক্ষক অনিয়ম করলে তার বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে। শিক্ষকদের পড়ার ব্যাপারে আরো যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন। তিনি আরো বলেন শিক্ষকদের মাঝে একে অপরের মধ্যে যদি বিবাদ বিদ্যমান থাকে সেগুলো ভুলে গিয়ে শিক্ষায় মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন শিক্ষকদের বেতন, ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ইত্যাদিতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গঠিত অন্তবর্তীকালীন সরকার যেন তাদের এ বৈষম্য দুর করনসহ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের জোর দাবি জানান শিক্ষা দিবসের এই দিনে। শিক্ষক দিবস ১৯৬৬ সালে প্যারিসে ৫ অক্টোবর শুরু হয়েছিল। তখন থেকেই প্রতিটি দেশে এই শিক্ষক দিবস যথারীতি পালিত হয়ে আসছে।
জয়পুরহাট: এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে- শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে- অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, জয়পুরহাট রামদের বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা বক্তব্য রাখেন।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলী। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত বর্মন, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এনামুল হক, ইলিয়াস আলী,প্রভাষক মাসুদ আলী, শিক্ষার্থী নওসিন তাসফিয়া ও নাসিরুদ্দিন প্রমুখ।