নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির নয়া কমিটির সদস্যরা রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে সৌজান্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান। লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সাওয়ার স্বপনের নেতৃত্বে তারা এই সাক্ষাৎ ও শুভেচ্ছা জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির নয়া সভাপতি রাকিবুল হাসান রাজিব, সাধারণ সম্পাদক আব্দুর হাকিম, সহ-সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী তুহিন, দপ্তর সম্পাদক সজিব ইসলাম, প্রচার সম্পাদক মিনাল আহমেদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রানা, ক্রীড়া সম্পাদক ইস্তিয়ার পারভেজ, সহ-সাধারণ সম্পাদক বাইতুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক লিখনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সৌজন্য স্বাক্ষাতকারে ব্যবসায়ীক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেইসাথে ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারেন সেদিকে বিশেষ নজর রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।