নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে অত্র বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান।
বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বানুর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার, উপজেলা সহকারী ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম, নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, বড়গাছি কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি. এম. আতাউর রহমান, ভূগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা খাতুন ও পুঠিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার ইতি সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।
বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বানু বলেন, বিজ্ঞান মেলার স্টলে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর প্রচেষ্টা করা হয়েছে। এই ধরনের আয়োজন সন্তানদের পাশাপাশি অভিভাবকদেরকেও অনুপ্রানিত করবে এবং বিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহ বাড়বে।