মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার বিকেল ৪টায় শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার চালিয়ে যাওয়ার লক্ষে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিরইল বাস টার্মিনাল মেইন গেটের সামনে ইউনিয়নের তহবিল হতে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শ্রমিকরাই উন্নয়নের মূল চবিকাঠি। শ্রমিকগণ একদিন করখানাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ করলে সে দেশের উন্নয়নের চাকা আপনা আপিনি থেমে যায়। এজন্য বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকগণের উন্নয়নের কথা ভেবে শ্রমিক দল করেছিলেন। তিনি আরো বলেন, বিগত স্বৈারচার সরকারের আমলে দেশের প্রায় সকল শ্রমিক ইউনিয়ন ধ্বংস করে দিয়ছিলো। এখানেও একনায়কতন্ত্র কায়েম করেছিলো। কিন্তু বিএনপি পুর্বেরও এমনটা করেনি। ভবিষ্যতেও করবেনা বলে উল্লেখ করেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব আলহাজ মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দীন, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও কৃষক দল কেন্দীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু।

এছাড়াও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জিল্লু, নাসিম খাঁন, রাসেল আহমেদ বাবু, শরিফ আলী, মনিরুল ইসলাম জনি ও হাসিবুল হাসান সাইফুল, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি সাজ্জাদ হোসেন কাকু, যুগা-সম্পাদক গাজি, রাসেল আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, সুলতান ইসলাম, দপ্তর সম্পাদক শেখ দিল মোহাম্মদ কাদেরী স্বপন সহ-দপ্তর সম্পাদক আবুল হোসেন, সড়ক সম্পাদক মাসুদ রানা, কাজিরুল ইসলাম সেলিম, শ্রী রিংকু দাস, সাংস্কৃতিক ক্রিড়া ও প্রচার সম্পাদক গোলাম আজম জুলমত, কার্যকরী সদস্য শ্রী সমর কুমার রায়।

আরো উপস্থিত আমজাদ হোসেন, সেলিম হোসেন, পারেভজ হক, আবদুর রহমান বাবলু ও হাসান পিটারসহ বাঘা, চারঘাট, গোদাগাড়ীসহ শহরের বিভিন্ন অঞ্চল হইতে আগত শ্রমিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তহবিল হইতে শিক্ষাবৃত্তির অর্থ বাবদ ১০,০০০/- টাকা করে ৩০ জন শ্রমিকের মাঝে মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অনুদান প্রদান করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin