নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। এই দূর্গোৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছে। আর তাদের সাথে নিরাপত্তায় সহযোগিতা করার জন্য ১৬ সদস্য বিশিষ্ট নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলেন যুবদল নেতা আবু রায়হান রুবেল এবং সদস্য সচিব হচ্ছেন আরেক যুবদল নেতা নীরব খান তারেক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা কামাল উদ্দিন, রাব্বি, মারফ খান, সহ-যুগ্ম আহ্বায়ক আতিক সারওয়ার হৃদয়, সদস্যরা হলেন, আলিফ হোসেন, আশিক রবি দাস, সুমন, তানভীর হোসেন সজিব, রবিন, সফি, ওহাব, জয় রবিদাস ও রফিকুজ্জমান। আর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক ফজলুল করিম বাবলু ও ৬নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব হেদায়েতুল ইসলাম তারিফ।