নিজস্ব প্রতিবেদক: দেশ এখন একটি সংকটময় মুহুর্ত পার করছে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা সরকার দেশকে ধ্বংস করে গেছে। প্রতিটি সেক্টরে দূর্নীতি করে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে ফেলেছে। এখনো বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের প্রেতাত্তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে নওহাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমটির ত্রান ওপুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।
তিনি বলেন, আজ থেকে সোনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব শুরু হবে। এই দূর্গোৎসব নিয়ে দেশব্যাপি একটি মহল নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য যুবদলসহ জাতীয়তাবাদী দলের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এজন্য তিনি দ্রুত সময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।
৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক শেখ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন,সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সদস্য আব্দুল হামিদ, মামুনুর সরকার জেড,নজির উদ্দিন,মোর্তুজা আলী, সাইদুর রহমান, এমদাদ আলী, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোজাফফর হোসেন মুকুল, বর্তমান সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, ৪ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হুরমত আলী।
আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামাল হোসেন, নওহাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন, মিজানুর রহমান, আজাদ সরকার, মোমিনুল ইসলাম মিলন, মাহবুব রহমান, তৈমুর রহমান মতিউর রহমান,নওহাটা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সম্রাট, পরশ,আফশার বাবু নওহাটা পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রহমান, যুগ্ম আহবায়ক আমির হামজা, বিপ্লব সরকার, ৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মুস্তাকিম ও সাংগাঠনিক সম্পাদক আওয়ালসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।