নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির নয়া কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী মহানগর কমিটির সভাপতি গোলাম সাওয়ার স্বপন, ব্যবসায়ী ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক ও আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মাহমুদ হাসান ও ব্যবসায়ী সমন্বয় পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
তারা সকলেই এই কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, লক্ষ্মীপুরবাজার অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বাজার। এই বাজারে অনেক ব্যবসায়ী ব্যবসা করেন। বাজারের ব্যবসায়ীরা যেন ভালভাবে ব্যবসা করতে পারে সে ব্যবস্থা করার জন্য তারা আহ্বান জানান।
উল্লেখ্য লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির রাকিবুল হাসান রাজিবকে সভাপতি, আব্দুর হাকিমকে সাধারণ সম্পাদক করে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।