নিজস্ব প্রতিবেদক: হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে রাজশাহীর নয়া আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর ১টায় অত্র কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের আহ্বায়ক কমিটির নতুন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শাহানুর ইসলাম। তাঁকে অত্র কলেজের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও এই কমিটির অন্যান্য সদস্য যেমন বিদ্যোৎসাহী সদস্য লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন জাফর, হিতৈষী সদস্য রাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, শিক্ষক প্রতিনিধি হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক মন্ডলকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুধু তাইনয় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ খান ও সভাপতির সহধর্মীনি জুই খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময়ে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা পূর্বে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কলেজ কলেজ এর মত করে চলবে। এটা কান দলীয় কার্যালয় নয়। কলেজের পরিবেশ ভাল রাখতে এবং শিক্ষার মান আরো উন্নত করতে সকল শিক্ষককে নিয়মিত ক্লাস নেয়ার আহ্বান জানান। সেইসাথে কলেজে শিক্ষার্থী বৃদ্ধিতে কাজ করার পরামর্শ দেন তিনি। আর কলেজের সকল ভাল কাজে তার সর্বাত্বক সহযোগিতা করার আশ^াস প্রদান করেন তিনি।