নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তিনি পূর্বে থেকে অসুস্থতা বোধ করছিলেন। এরপরেও তিনি বুধবার বিকলে কাঁটাখালী একটি অনুষ্ঠানে যান। সেখানে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তাঁকে চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর তিনি ভর্তি হন। এখন তিনি অত্র ওয়ার্ডে চিকিসাধীন আছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এডভোকেট শফিকুল হক মিলন ও তাঁর পরিবারের সদস্যা দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।