নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাঁটাখালীতে এই প্রথমবারের মত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল মাসকাটাদিঘী স্কুল মাঠে কাঁটাখালী বাখরাবাজ ইমামপাড়া ও কাঁটাখালী থানা দলের সাথে বিকেল সাড়ে ৪টার দিকে চুড়ান্ত খেলা শুরু হয়। এতে কাঁটাখালী থানা দল কাঁটাখালী বাখরাবাজ ইমামপাড়া দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিএনপি জাতীয় নির্বাহী নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বৃস্টি উপেক্ষা করে যারা মাঠে খেলেছেন এবং যারা এই টুর্ণামেন্টের আয়োজন করেছেন তাদেও ধন্যবাদ জানান। সেইসাথে দর্শকদেরও তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ক্রীড়া হচ্ছে প্রান শক্তি ও মাদক থেকে বিরত থাকার প্রধান হাতিয়ার।
মিলন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তবেই শরীর ও মন ভাল থাকবে। তিনি বিজয়ী ও রানার-আপ দলকে শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
সাজ্জাদ হোসেন আসিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলার সদস্য সচিব বিএনপি নেতা মনিরুল ইসলাম দুলাল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল আলীম রাসেল, রাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মাসুদ রানা।