নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের ৩২তম নিয়োগকর্তা কমিটি সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টের একটি হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী নিয়োগকর্তা কমিটির চেয়ারপার্সন এবং উইমেন এন্টারপ্রিনিয়র এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভিন লিপি। সভাটি সঞ্চালন করেন নিয়োগকর্তা কমিটির সদস্য সচিব এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ডিসেন্ট গলফ এমপ্লোয়মেন্ট, রাজাশাহী রিজিওনের টীম লিডার খন্দকার ফরিদ আহম্মেদ। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ইউসেপ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। সভায় সদস্যগণ ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের গৃহিত কার্যক্রমের সার্বিক বিশ্লেষণপূর্বক ২০২৪ সালের অর্জন ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় রাজশাহীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মানের সম্ভাবনা, অংশীদারিত্বের সুযোগ এবং বিভিন্ন শিল্প কলকারখানা/ওয়ার্কসপে কর্মরত কর্মীদের আপস্কিলিং নিয়ে বিশদ আলোচনা হয়।
এছাড়াও আসন্ন চাকুরি মেলা ও উদ্যোক্তা মেলার ধরণ, দিনক্ষণ ও স্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নিয়োগকর্তাগণ প্রতিবন্ধী ও নাবীদের কর্মসংস্থানের বাধ্যসমূহ চিহ্নিত পূর্বক সেগুলো উত্তোরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিল্প কলকারখানায় তাদের নিয়োগে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত সদস্যগণ ইউসেপ রাজশাহীর ক্রমবর্ধমান কার্যক্রমের উত্তর উত্তর উন্নতি কামনা করেন এবং তাঁদের প্রদত্ত সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে সভাকে আসস্থ করেন।
উল্লেখ্য যে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ইউসেপ-বাংলাদেশ বর্তমানে শহরের বিভিন্ন পর্যায়ের শিশু, কিশোর, যুব ও যুবাদের কারিগরি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের দেশের সকল প্রতিষ্ঠিত শিল্প কলকাখানায় চাকুরি এবং উদ্যেক্তা তৈরিতে সফলভাবে সহযোগিতা প্রদান করে আসছে।