নিজস্ব প্রতিবেদক: বুধবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গোৎসব। নির্বিঘ্নে যেন হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা করতে পারেন সেজন্য বিএনপি’র পক্ষ থেকে কমটি গঠন করে দেয়া হয়েছে। সেই কমিটিগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে কোন সমস্যা আছে কিনা এবং কেউ বাধার সৃষ্টি করছে কিনা সেগুলো দেখভাল করা এবং পূজারীদেরসাথে একাত্বতা প্রকাশ করার লকষ বৃহসপতিবার দুপুর ১টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত এর নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।
তিনি রাজশাহীর মিয়াপাড়াস্থ ধর্ম সভার পূজামণ্ডপ দিয়ে পরিদর্শন শুরু করে রাজারহাতা রাজশাহী সিটি কলেজের সামনে এবং পেছনের মণ্ডপ পরিদর্শন দিয়ে শেষ করেন। এসময়েতিনি ঠাকুর এবং পূজালীদের সাথে কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদ, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যপাক বিশ^নাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র সদস্য আলাউদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকদুসুর রহমান সৌরভসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।