নিজস্ব প্রতিবেদক: এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স নাম বাদ দিয়ে পূর্বের নাম জাফর ইমাম টেনিস কমপ্লেক্স নাকরণ করার দাবী জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় খেলোয়ার ও রাজশাহীবাসী মিলে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ছেন। এ সময়ে তারা পূর্বে নাম বাদ দেয়ার জন্য দাবী জানান। খেলোয়ার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, জাফর ইমাম ছিলেন বাংলাদশে অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। শুধু তাইনয় তিনি একজন ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠক ছিলেন।
তারা আরো বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এই গুণি মানুষকে নানা অপব্যাক্ষা দিয়ে এই কমপ্লেক্স থেকে তাঁর নাম বাদ দেয়া হয়। বাদ দিয়ে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স করা হয়। যা একেবারেই অনৈতিক বলে তারা দাবী করেন। যারা জাফর ইমাম এর নাম বাদ দিয়ে বর্তমান নাম বসিয়ে ছিলো তাদের কঠোর শাস্তির দাবী জানান তারা।
এ সময়ে টেনিস কমপ্লেক্সে উপস্থিত ছিলেন প্রকৌশলী খালেদ চৌধুরী পাহিন, ক্রীড়া সংগঠক জহুর সাঈদ বিদ্যুৎ, রফিকুল ইসলাম রবি, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবীদ আমিনুল ইসলাম, নুরনবী পলাশ, মাহবুব আলম, কাজল ও ফজলুর রহমানসহ আরো অনেকে।