নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি চলছে ডেঙ্গুর তান্ডব। প্রতিদিন ডেঙ্গু রোগির সংখ্যা বাড়তেই আছে। সেইসাথে মারাও যাচ্ছে অনেকে। ঢাকা সর্বদা রেড জোনে থাকলেও রাজশাহীও রয়েছে ডেঙ্গু ঝুঁকির মধ্যে। ডেঙ্গু থেকে এবং মাদকের ছোবল থেকে জনগণ বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে গুড়িপাড়া লেকে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেইসাথে সেখানে বিভিন্ন প্রজাতীর গাছের রোপন করেন তারা। গাছের চারা রোপানের পরে তারা ব্যানার নিয়ে মাদকের বিরুদ্ধে র্যালি করেন। তারা গুড়িপাড়া এলাকার বিভিন্ন ওলিগলি প্রদক্ষিণ করেন।
এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে নগরীর পরিবেশ অন্য করম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী করছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, এই মুহুর্তে দেশ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতার কারনে এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম করছে। শুধু তাই নয় মাদকের ব্যবহারও বেড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে এজন্য তারা মাদকে বিরুদ্ধে মাঠে নেমেছেন। প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও অধিনস্ত অধিদপ্তরের সাথে রিয়াজো করে মাদককে সমাজ থেকে নির্মুল করে তারা থামবেন বলে উল্লেখ কর তিনি।
সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন দল নাই। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এটা কোন ভাবেই বরদাস্ত করে না। এজন্য দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী ও মাদকের ব্যবসা করলে তাদেরকে কিংবা সেনাবাহিনীকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন রবি।