নিজস্ব প্রতিবেদক: অসুস্থ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে বৃহস্পতিবার রাতে দেখতে যান রাজশাহী মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। মিলন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ৩০নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মেডিকেলে যান রাজশাহী মহানগর বিএনপির আহহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, সদস্য মোহাম্মদ আরিফুল শেখ বনি ও আলাউদ্দিন সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অত্র ওয়ার্ডে এডভোকেট শফিকুল হক মিলনকে দেখতে এবং তাঁর অবস্থার খোঁজ খবর নিতে যান বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমনসহ জেলা ও মহানগরের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। উপস্থিত সকলেই এডভোকেট শফিকুল হক মিলনের আশু রোগমুক্তি কামানসহ সবাইকে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ করেন।