নিজস্ব প্রতিবেদক: দূর্গোৎসবের অস্টমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত অবধী নগরীর বাটার মোড় থেকে শুরু করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সান্টু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমুার সাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
পূজা মন্ডব পরিদর্শনকালে মিনু বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ বিপ্লবে পতনের পর বিগত ১৫ বছরের চেয়ে এবারো নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি তা ব্যবস্থা করেছে।
তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদশের্র অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতীয়বাদী বিএনপি’র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষদের নিয়ে সবাই একসাথে কাজ করে যাচ্ছেন। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে তাঁকে জানানোর আহ্বান জানান। বক্তব্য শেষে আবারও সবাইকে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।