নিজস্ব প্রতিবেদক: দূর্গোৎসবের অস্টমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফুল শেখ বনি ও আলাউদ্দিন, যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রাজশাহী সিটি কলেজের সামনের পূজামণ্ডপ থেকে শুরু করে তারা নগলীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।