নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি চলছে ডেঙ্গুর তান্ডব। প্রতিদিন ডেঙ্গু রোগির সংখ্যা বাড়তেই আছে। ঢাকার ন্যায় রাজশাহীতেও রাড়ছে ডেঙ্গু ঝুঁকি। ডেঙ্গু থেকে এবং মাদকের ছোবল থেকে জনগণ বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগের সামনে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেইসাথে সেখানে হাসপাতাল এলাকায় বিভিন্ন প্রজাতীর গাছের রোপন করেন তারা।
এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে নগরীর পরিবেশ অন্য করম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী করছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন তিনি।