নিজস্ব প্রতিবেদক: দূর্গোৎসবের অস্টমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুজা ফামিন, বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব ও সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিনসহ ছাত্রদল মহানগর, থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রাজশাহীর মহানগরীর সোনাদিঘির মোড় হতে শুরু করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেইসাথে মন্দির কমিটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময়ে সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, বিএনপি , অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি মন্দীর রক্ষায় কাজ করে যাচ্ছে। কোন দুস্কৃতিকারী যেন কোন প্রতিমা ভাঙ্গচুর ও মণ্ডপে কোন প্রকার হামলা ও অনৈতিক কাজ করতে না পারে সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।