নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। কারণ এই রাষ্ট্রে যারা বসবাস করেন তারা সবাই এদেশের নাগরীক। এখানে সংখ্যা গুরু ও লঘু বলে কোন শব্দ নাই। সবাই মিলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের উন্নয়ন করতে হবে। কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। শনিবার রাতের অর্ধেক পর্যন্ত নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় পূজামণ্ডপ পরিদর্শন কালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে। নিরাপদে ধর্ম পালন করতে পারে। এখন বিএনপি ক্ষমতায় না থাকলেও এবারের দূর্গোৎসব যেন সুন্দরভাবে সোনাতন ধমের মানুষ পালন করতে পারে তার সর্বাধিক ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় কমিটি গঠন করা হয়েছে। তারা আইন শৃংখলাবাহিনীর পশাপাশি নিরাপত্তার কাজ করছেন। নিরাপত্তা জোরদার থাকায় এবার রাজশাহী মহানগরীর কোথাও কোন দূর্ঘটনা বা প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি। প্রতিমা বিসর্জন পর্যন্ত এই ধরা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কিনু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও হিন্দু নেতৃবৃন্দ।