নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার, তাই আসুন সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ি, এই স্লোগান নিয়ে রোববার দুপুর থেকে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বোতন পানি বিতরণ করা হয়। এ সময়ে তিনি বলেন আশি^ন মাস শেষ হতে চললেও এখনো প্রচন্ড গরম পরিলক্ষিত হচ্ছে। আর এই গরমের দশমীর দিনে সনাতন ধর্মের মানুষ প্রতিমা বিসর্জন এর সময়ে গরমে ও পানির তৃষ্ণায় অতিষ্ট হয়ে পড়বে ভেবে এই উদ্যোগ গ্রহন করা হয়।
তিনি বলেন, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সনাতন ধর্মের অনেকেই বলেন, প্রতিমা বিসর্জন দেয়ার সময় তারা নাচ গান করে থাকেন। এতে পানির তৃষ্টা পায়। আর এই তৃষ্ণা মিটাতে যুবদলের এই উদ্যোগ অনেকটা প্রশংসনীয়। আগামীতে যেন এই ধরনের উদ্যোগ করা হয় তার জন্য যুবদলের পাশাপাশি সকল রাজনৈতিক দলকে ও সমাজসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান রবি। এ সময়ে যুবদল মহানগরসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।