নিজস্ব প্রতিবেদক: দূর্গোৎসবের নবমী ও দশমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ইশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক, সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আরিফুল শেখ বনি ও আলাউদ্দিন, যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময়ে ঈশা বলেন, শান্তিপূর্ন ভাবে রাজশাহীতে দুর্গোৎসব শেষ হয়েছে। কোথায় কোন প্রকার অঘটন ঘটেনি। এ থেকে বোঝা যায় বিএনপি কোনদিন সংখ্যা লঘুদের উপরে নির্যাতন করেনা। বিএনপি জনগণের দল। এজন্য জনগণকে নিয়েই বিএনপি পথ চলে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।