নিজস্ব প্রতিবেদক: বাজারে চলছে নৈরাজ্য। নিত্যপন্যের মূল্য কোনভাবেই ভোক্তার নাগালে আসছেনা। প্রতিদিন প্রতিটি নিত্যপন্যের মূল্য বেড়েই চলছে। জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে সব পন্য। এছাড়াও প্রায় প্রতিটি নিত্যপন্যের বাজার যেমন, কাঁচা বাজার, মাছ ও বিভিন্ন ফুটপাতের বাজারে চলছে খাজনার নামে রিতিমত চাঁদাবাজী।
এই সকল চাঁদাবাজী ভাঙ্গতে এবং তরিতরকারীসহ সকল নিত্যপন্যের মূল্য ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে যেন আসে সেজন্য বাজার সিন্ডিকেট ভাঙ্গতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে সোমবার দুপুরের দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার ও মাস্টারপাড়া কাঁচাবাজারসহ মাছ বাজারএবং অন্যান্য নিত্যপন্যের বাজারে তারা প্রচারিভিযান পরিচালনা করেন।
এ সমেয় রবি ক্রেতাদের বেশী দাম না দেয়ার জন্য অনুরোধ করেন। সেইসাথে বিক্রেতাদের সঠিক মূল্য নেয়ার জন্য বলেন। তিনি আরো বলেন, নগরীর প্রায় প্রতিটি বাজারে সরকার নির্ধারিত খাজনার চেয়ে দোকানদারদের নিকট হতে দুই থেকে তিনগুন বেশী খাজনা আদায় করছে ইজাদার। এটা রিতিমত চাঁদাবাজী বলে উল্লেখ করেন তিনি। এই চাঁদাবাজী বন্ধ করতে ইজাদারকে বলেন। এটা বন্ধ না হলে আগামী আরো কঠোর কর্মসূচী দিয়ে এর প্রতিরোধ করারও হুমকী দেন তিনি।
তিনি আরো বলেন, এক শ্রেণির ব্যবসায়ী, বিশেষ করে পাইকারী ব্যবসায়ীরা তারা মাঠ কিংবা বাজার থেকে অল্প দ্বরে পন্য ক্রয় করে অন্য বাজারে এসে তা বেশী দামে বিক্রি করেন। এরপর খুচরা বিক্রেতারা এর উপরে আরো বেশী সুযোগ নিয়ে মূল্য ডবল করে বিক্রি করেন। প্রতিটি দোকানে প্রতিটি পন্যের হালনাগাদ মূল্য তালিকা ও খাজনার মূল্য তালিকা টাঙ্গানোর দাবী জানান রবি। সেইসাথে আগামীতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।